'হতাশার সাথে অনিশ্চিত ভবি'ষ্যতের কথা চিন্তা করে ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন শ্রীলঙ্কা জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলা প্রায় ১৫ ক্রিকেটার। এমনকি তারা শ্রীলঙ্কাকে বিদায় বলে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য মর'্নিং স্পোর্টস।
দ্যা মর'্নিং স্পোর্টসের প্রতিবেদনে অনুযায়ী আগামী মা'র্চে ক্রিকেটাররা এমন সি'দ্ধান্ত নিতে পারেন বলে বলা হয়! এই সি'দ্ধান্ত নেওয়ার তালিকায় যারা আছেন তারা হলো:- উপুল থারা'ঙ্গা, দুশমন্থ চামিরা, আমিলা আপোন্সো, দিলশান মুনাবিরা, মালিন্দা পুষ্পকুমা'রা, লাহিরু মা'দুশঙ্কা, মনোজ শরৎচন্দ্র এবং নিশান পেইরিসদের মতো ক্রিকেটাররা।
মূলত দ্বিতীয় শ্রেণির ক্রিকে'টে বেতন বৃ'দ্ধি ও স্কোয়াড বড় না করার কারণে নিজের ভবি'ষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ায় এই পথে হাঁটতে যাচ্ছেন এই ক্রিকেটাররা।
এ প্রস'ঙ্গেই সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘খুব তাড়াতাড়ি আমা'দের প্রচুর খেলোয়াড় আমেরিকা পাড়ি জমাবে। এখানে জাতীয় দল ও উদীয়মান এই দুই ক্যাটাগরিতে তারা রয়েছেন।
কিছুদিন আগে জাতীয় দলের খেলোয়াড় শেহান জয়সুরিয়া চলে গেছেন। আগামী মা'র্চে আরও ১৫ জন এই পথ অনুসরণ করবে।’