সিবিলিভিস কাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের নারীরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আর্জেন্টিনার জালে গোল উৎসব করে শুভ সূচনা করেছে ব্রাজিলের নারীরা।
চারটি দল নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট যেখানে এবার আমন্ত্রিত দল হিসেবে খেলছে ব্রাজিল, আর্জেন্টিনা ও কানাডা।
ম্যাচের ৩০ মিনিটে মা'র্তার পেনাল্টি গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৪৭ মিনিটে দেবিনহা গোল করে ব্যবধান বাড়ায়। ৫৪ মিনিটে আদ্রিয়ানা ব্যবধান ৩-১ করেন।
৩ গোল হজম করে ম্যাচের ৬০ মিনিটে একটি গোল পরিশোধ করে আর্জেন্টিনা।
তবে ৮২ মিনিটে গেয়সে ফেরেইরা হালী পূর্ণ করে গোল উৎসবের ইতি টানেন।