বার্সালোনা এবং পিএসজির মধ্যকার উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের ম্যাচটি ইনজুরির কারণে খেলতে পারেননি নেইমা'র। কিন্তু যদি ইনজুরি থেকে সুস্থও হয়ে যান, তারপরও দ্বিতীয় লেগ মিস করতে পারেন তিনি।