ফ্রান্সের লিগ ওয়ানকে কৃষক লিগ বলে ট্রল করার কিছু নমুনা দেখা গেছে। ইউরোপের বিভিন্ন মিডিয়াতেও লিগ ওয়ানকে কৃষক লিগ বলেই অখ্যায়িত করেছিল।
এসবের প্রতিবাদে কিলিয়ান এমবাপ্পে গত চ্যাম্পিয়নস লিগে টুইটারে টুইটও করেছিলেন। এবার সেই কৃষকরাই বার্সালোনার মাঠে এসে বার্সালোনাকে যেন সফল ভাবে ফসল কিভাবে উৎপন্ন করতে হয় সেটা দেখিয়ে গেল।
বার্সার মাঠ ন্যু-ক্যাম্পে নেইমা’রকে ছাড়াই খেলতে নেমেছিল পিএসজি। আর এই ম্যাচে এমবাপ্পে হ্যাটট্রিক করে বার্সাকে ধ্বং’স করে দেন। স’'ঙ্গে একটি গোল করেন ময়েস কেন।
ফিরতি লেগের আগেই যেন লড়াইটিকে তারা শেষ করে দিল বার্সার মাটিতেই।