1. bappy.ador@yahoo.com : admin :
  2. hostctg@gmail.com : Sports Editor : Sports Editor
  3. Onlynayeemkhanbd@gmail.com : Admin admin : Admin admin
  4. afnafrahel@gmail.com : afnafrahel@gmail.com Sports : afnafrahel@gmail.com Sports
রবিবার, ১৩ জুন ২০২১, ০২:৪৯ পূর্বাহ্ন

অলরাউন্ডার নাসিরের বিয়ের স্মরণীয় ভিডিও ভাইরাল

  • সময় মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৬ পঠিত

অবশেষে গাঁটছড়া বাঁধলেন জাতীয় দলের এক সময়ের তারকা অলরাউন্ডার নাসির হোসেন।

গত রোববার বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরায় এক রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠানিকতা সেরেছেন তিনি।

করো'নার কারণে স্বল্প পরিসরে আয়োজিত হয় এ বিয়ের অনুষ্ঠান। বিয়েতে শুধু দুই পক্ষের ঘনিষ্ঠজনরাই উপস্থিত ছিলেন।
এদিকে ম'ঙ্গলবার নাসিরের বিয়ের একটি ভিডিও প্রকাশ হয়। যা রীতিমতো ভাইরাল।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন নাসির। এর পর এখনও পর্যন্ত ১ লাখ ৪৫ হাজারের বেশি লাইক জমা পড়েছে। সাড়ে ৯ হাজারের বেশি কমেন্টে ভেসেছে সেই ভিডিও।

ভিডিওতে দেখা গেছে, নববধূর স'ঙ্গে চমৎকার কিছু খু'নসুটিতে মেতেছেন নাসির। ভালোভাসা মাখা সেই ভিডিওতে নবদম্পতির হাসি, আনন্দ, সবই ফুটে উঠেছে। বি'ষয়টি নাসিরের ভক্ত-অনুরাগীদের আনন্দ দিয়েছে। নবদম্পতি যেন সারাজীবনই এভাবে হাসিখুশিতে মেতে থাকেন সেই প্রার্থনা করেন ভক্তরা।

জানা গেছে, নাসিরের সহধ'র্মীনি তামিমা তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। তার গ্রামের বাড়ি টা'ঙ্গাইলে। সৌদি এয়ারলাইন্সে কাজ করেন তিনি।

নাসির হোসেনের এক ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে নাসিরের পরিবার। তার আগে ১৭ ফেব্রুয়ারি যৌ'থভাবে গায়েহলুদের আনুষ্ঠানিকতা সারা হবে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে একজন তরুণীকে নিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর পোস্টটা ডিলিট করে দেন।

জানা গেছে, তামিমা তাম্মিই ছিলেন সেই তরুণী।

এদিকে আকদের পর রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নববধূর স'ঙ্গে তোলা বেশ কয়েকটি বিয়ের ছবি আপলোড করেন নাসির।

ক্যাপশনে লেখেন– আল হা'ম'দুলিল্লাহ, আমা'দের নতুন জীবনের জন্য দোয়া করবেন।

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্পোর্টস গসিপ.কম
Theme Customized By Sports Gossip
error: Content is protected !!