1. bappy.ador@yahoo.com : admin :
  2. hostctg@gmail.com : Sports Editor : Sports Editor
  3. Onlynayeemkhanbd@gmail.com : Admin admin : Admin admin
  4. editor@sports-gossip.com : Edotpr Edotpr : Edotpr Edotpr
রবিবার, ১৭ অক্টোবর ২০২১, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
লাসিথ মালিঙ্গার সিংহাসন কেড়ে নিলেন সাকিব মালিঙ্গাকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি এখন সাকিব টি-টুয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট সাকিবের মডেল বানানোর কথা বলে ৫ লাখ টাকা আদায়, আসল ঘটনা জানালেন তৌসিফ খুশির খবর : স্কটল্যান্ডের বিপক্ষে আজ আর মাত্র ২ উইকেট নিতে পারলে একসাথে তিনটি বিশ্ব রেকর্ড গড়বেন সাকিব আল হাসান। শোয়েব মালিককে বিশ্বকাপ দলে পেয়ে খুব খুশি বাবর আজম বন্ধুর বউকে ভাগিয়ে নেওয়ার ৭ বছর পর সেই আর্জেন্টাইন ফুটবলারের সংসার ভাঙছে ল্যাতিন আমেরিকার সেরা একাদশে ব্রাজিলের পাঁচজন, নেই মেসি দক্ষিণ আমেরিকার সেরা একাদশে ব্রাজিলের ৫ জন; জায়গা হয়নি মেসির বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে – তামিম ইকবাল

ভক্তরা বিশ্বকাপ আশা করতেই পারে এই আর্জেন্টিনার কাছে

  • সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩০ পঠিত

ভক্তরা বিশ্বকাপ আশা করতেই পারে এই আর্জেন্টিনার কাছে

২০১৮ সালে ফিফা বিশ্বকাপে ব্যাপক ভরাডুবি হয় আর্জেন্টিনার। ওই বিশ্বকাপে আর্জেন্টিনা বিদায় নেয় দ্বিতীয় রাউন্ড থেকেই। ফ্রান্সের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল তারা।

গ্রুপ পর্বেও তাদের পারফর্মেন্স ছিল বেশ 'হতাশাজনক।
যদিও শেষ পর্যন্ত তারা দ্বিতীয় রাউন্ডে উঠেছিল, কিন্তু বিদায়ের সূর বাঁজতে পারত গ্রুপ পর্বেই।

তবে ১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে কোন অ'ভিজ্ঞ কোচের হাতে তুলে দিতে চেয়েছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। কিন্তু আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে কোন নামকরা কোচ পায়নি আর্জেন্টিনা।

তখন বাধ্য হয়েই স্কালোনির উপর আর্জেন্টিনার দায়িত্ব দেয়া হয়। স্কালোনি তখনও ছিল অচেনা। তার নামও অনেকেই প্রথম শুনেছিল তখন। এমন একজন ব্যক্তির কাছে আর্জেন্টিনা দলের ভার দেয়া কি ঠিক হবে কিনা সেটা নিয়েই চলছিল সমালোচনা।

আর্জেন্টিনার সাবেক ফুটবল লিজেন্ড ডিয়েগো ম্যারাডোনা তো স্কালোনির সমালোচনাই করেছিলেন। খেলাই বুঝেনা বলেও অ'ভিযোগ করেছিলেন। তোপ দেগেছিলেন বোর্ডের বিরু'দ্ধেও।

স্কালোনি অবশ্য তার বিরু'দ্ধে এতসব অ'ভিযোগ নিয়ে মুখ খুলেননি। তিনি হয়তো নিজের কাজেই প্রমান দিতে চেয়েছিলেন। ধীরে ধীরে দলটিকে গু'ছানো শুরু করলেন। বিভিন্ন লিগে পারফর্ম করা সেরা তারকাদের ডেকে দল সাজাতে লাগলেন।

২০১৯ কো'পা আমেরিকায় তারা খেলেছিল সেমিফাইনাল। আর্জেন্টিনা বিদায় নিলেও আর্জেন্টিনার উন্নতির ছাপ পাওয়া গিয়েছিল সেখানে। যার চূড়ান্ত সফলতা ধ’রা দেয় এবারের কো'পা আমেরিকায়। দীর্ঘ আড়াই যুগ পর আর্জেন্টিনা কোন শিরোপা জিতেছে তার অধিনেই।

ল্যাতিন আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনা বরাবরই ছন্দময় ফুটবল খেলে আসছিল। কিন্তু বর্তমান বিশ্বের স'ঙ্গে তাল মেলাতে সেখানেও নতুনত্ব এনেছেন স্কালোনি।

বর্তমান গতিশীল ফুটবলের বিপক্ষে স্লো ফুটবল কার্যকর হবে না বুঝতে পেরেছিলেন স্কালোনি। কিন্তু তাই বলে ল্যাতিনের ছন্দকে ভুলে যাননি তিনি। ছন্দের স'ঙ্গেই গতির মিশ্রন ঘটিয়েছেন। তাতেই আর্জেন্টিনা হয়ে উঠেছে দুর্দান্ত এক দল।

২০১৮ বিশ্বকাপের আর্জেন্টিনা আর এই আর্জেন্টিনার মধ্যে অনেক পার্থক্য। আজকের আর্জেন্টিনা বিশ্বের যেকোন দলকে হারাতে সক্ষম।

অখ্যাত স্কালোনি নিজের ক্ষমতার প্রমান দিয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বমঞ্চে আরও একবার শক্তিশালী দল হিসেবে দাড় করিয়ে। এই আর্জেন্টিনার কাছে ভক্তরা বিশ্বকাপের আশা করতেই পারে।

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্পোর্টস গসিপ.কম
Theme Customized By Sports Gossip
error: Content is protected !!