উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে জায়ান্ট বার্সালোনা এবং জায়ান্ট পিএসজি। আর এই ম্যাচের আগে নিজেদের একাদশ সাজানো নিয়েই চিন্তায় আছে পিএসজি। দলটির সবচেয়ে বড় তারকা নেইমা'র জুনিয়র ইনজুরিতে পরেছেন এই ম্যাচটির মাত্র কয়েকদিন আগে।
তারও আগে ইনজুরিতে পরেছেন দলটির অন্যতম সেরা তারকা ডি মা'রিয়া। আ'ক্রমন ভাগের দুই বড় তারকাকে হারিয়ে এখন রীতিমত নাজেহাল অবস্থা তাদের। তাই এমবাপ্পে ইকার্দিরাই এখন শেষ ভরসা তাদের।
এই ম্যাচে পিএসজির আ'ক্রমন ভাগে দেখা যেতে পারে এমবাপ্পে, ইকার্দি এবং ময়েস কেন জুটি।
তবে কোচ সারাবিয়াকেও ব্যবহার করতে পারেন এই ম্যাচের জন্য।মিডফিল্ডে দেখা যাব'ে পারেদেস, ভেরাত্তি এবং গু'য়েকে। আর ডিফেন্সে থাকবেন কুরজাওয়া, কিম্পেম্বে, মা'র্কুইনহোস এবং ফ্লোরেঞ্জি। গোলপোস্টে থাকবেন সাবেক রিয়াল মা'দ্রিদ তারকা কেইলর নাভাস।