বর্তমান বিশ্বের সেরা দুই প্লেয়ার হচ্ছে ক্রিশ্চিয়ানো রো'নালদো এবং লিওনেল মেসি। আর বিশ্ব সেরার লড়াইয়ে এই দুই প্লেয়ারের যোগ্য রিপ্লেসমেন্ট হচ্ছেন নেইমা'র জুনিয়র এমনটাই মন্তব্য পিএসজি তারকা আন্দ্রে হেরেরার।
হেরেরা বলেন, “সে বিশ্বের সেরা তিনজনের একজন। সে রো'নালদো এবং মেসির স্বাভাবিক রিপ্লেসমেন্ট। যতবার আমি দেখেছি, সে প্রতিনিয়তই ভালো করছে, আরও বেশি জ্ঞান আর্জন করছে যা দলের সবসময় প্রয়োজন।“যখন আমি এখানে এসেছি।
সে তখন ক্লাব ছাড়তে চেয়েছিল। কিন্তু এখন সবকিছু পরিবর্তন হয়েছে। আমি দেখছি একজন ফুটবলার যেকিনা পুরোপুরি নিবেদিত।
সে সবাইকে নিয়ে আনন্দ করছে, শক্তিশালী গ্রুপ তৈরি করার চেষ্টা করছে, ভালো পরিবেশ করার চেষ্টা করছে।