বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার মাশরাফিকে চেনেন না এমন কোনো ক্রিকেট প্রেমী বাংলাদেশে নাই বললেই চলে। মাশরাফি বাংলাদেশ ক্রিকেট এর জন্য অনেক ভূমিকা রেখেছে। তিনি বাংলাদেশের একজন সফল অধিনায়ক । তার নেতৃত্ব্যে জিতেছে বাংলাদেশ অনেক ম্যাচ।
তিনি পায়ের ইনজুরি নিয়েও বাংলাদেশের হয়ে খেলেছেন। বলাই যায় তার র'ক্তে মিশে আছে ক্রিকেট। বাংলাদেশে তার ফ্রেন্ড ফলোয়ার অনেক । কিন্ত চলতি মাসের ২০ তারিখে West Indies দের বিপক্ষে ঘরের মাটিতে খেলবে বাংলাদেশ। কিন্তু দলে যায়গা পাননি বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মর'্তুজা।
তাকে বাদ দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি । তাই বিসিবি নাজমুল হোসন পাপনের ওপর রাগান্বিত হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমিরা। তাই মাশরাফি বিন মতুর্জার জে'লা নড়াইলে সকল প্রকার লোক সমাবেশ গঠন করে।আর নতুন বিসিবি সভাপতি নাজমুল হোসন পাপন কে বাদ দিয়ে
পরবর্তী বিসিবি সভাপতি মাশরাফি বিন মতুর্জা দেখতে চান নড়াইল জে'লার সকল প্রকার গ্রামবাসী শুধু এটাই শেষ নয় সামাজিক যোগাযোগ এর মাধ্যম ফেসবুকে এটা ইত্যিমধ্যে ভাইরাল হয়ে গেছে। ক্রিকেট প্রেমীরা পাপনকে আর নয় মাশরাফিকে বিসিবি সভাপতি 'হতে দেখতে চায় ।