চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে পড়ে ৮ উইকেট। যেখানে ভারতের ৪ ও ইংল্যান্ডের চার। প্রথম ইনিংসে ভারতের ৩২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দিনের দ্বিতীয় সেশনে আরো ৪ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর শেষ সেশনের শুরুতেই গু'টিয়ে গেল সফরকারীরা।
সিরিজের দ্বিতীয় টেস্টে ফলো অনের আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটিয়ে কোনমতে ১৩৪ রান তুলেছে ইংল্যান্ড। চেন্নাইয়ের মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে কোন দলের এটি সর্বনিম্ন স্কোর। লাঞ্চের আগে চার উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনেও প্রথমে বেন স্টোকসের উইকেট হারায় ইংল্যান্ড।
১৮ রানে বেন স্টোকস প্যাভিলিয়নে ফেরেন অশ্বিনের বলে বোল্ড হয়ে। ইংল্যান্ডের পঞ্চম উইকেট পড়ে ৫২ রানে। এরপর দেশের মাটিতে টেস্টে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন মোহম্ম'দ সিরাজ। ২২ রানে অলি পোপ কট বিহাইন্ড 'হতেই ৮৭ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড।
১৮ রানে বেন স্টোকস প্যাভিলিয়নে ফেরেন অশ্বিনের বলে বোল্ড হয়ে। ইংল্যান্ডের পঞ্চম উইকেট পড়ে ৫২ রানে। এরপর দেশের মাটিতে টেস্টে নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন মোহম্ম'দ সিরাজ। ২২ রানে অলি পোপ কট বিহাইন্ড 'হতেই ৮৭ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড।
৬ রান করে মঈন আলি এই টেস্টে অ'ভিষেক হওয়া অক্ষর প্যাটেলের দ্বিতীয় শিকার হন। দুরন্ত ক্যাচ ধরেন অজিঙ্ক রাহানে। চা বিরতির ঠিক আগে ১ রানে অলি স্টোনকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেটটি তুলে নেন অশ্বিন। এতে চা বিরতির আগেই ৮ উইকেট হারায় ইংল্যান্ড।
শেষ সেশনে স্টুয়ার্ট ব্রডকে আউট করে নিজের পাঁচ উইকেট নেওয়ার সাথে ইংলিশদের গু'টিয়ে দেন অশ্বিন। ঘরের মাঠে ২৩ বারের মতো পাঁচ উইকেট নিলেন অশ্বিন। এতে এন্ডারসনকে টপকে গেলেন তিনি। তার৷ উপরে কেবল, মুত্তিয়া মুরালিধরন, অনিল কুম্বলে।