প্রথম ম্যাচে পাকিস্তানের জয় ছিল শ্বা'সরূ'দ্ধকর। মো হা'ম্ম'দ রিজওয়ানের সেঞ্চুরির কল্যাণে ১৬৯ রান করে মাত্র ৩ রানের ব্যবধানে জয়। দ্বিতীয় ম্যাচে এসে মো হা'ম্ম'দ রিজওয়ানের হাফ সেঞ্চুরি আর বাঁচাতে পারলো না পাকিস্তানকে।
উল্টো দক্ষিণ আফ্রিকান মিডিয়াম পেসার ডোয়াইন প্রিটোরিয়াসের আগু'নে বোলিংয়ের মুখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে উড়ে গেলো স্বাগতিকরা। যার ফলে ২২ বল হাতে রেখেই ৬ উইকে'টের বড় ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে স্বাগতিক পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে একা এক মো হা'ম্ম'দ রিজওয়ানই শুধু ব্যাট করলেন। ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি।
আরেক ওপেনার এবং অধিনায়ক বাবর আজম নিলেন মাত্র ৫ রান। হায়দার আলি আউট হন ১০ রান করে। হোসাইন তালাত আউট হন মাত্র ৩ রান করে। ইফতিখার আহমেদ করেন ২০ রান। খুশদিল শাহ করেন ১৫ রান। ফাহিম আশরাফ করেন ৩০ রান।
শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪৪ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। আন্দিল পেহলুকাইয়ো ৩ ওভারে ৩১ রান দিয়ে নেন ১ উইকেট এবং তাবরিজ শামসি ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ১ উইকেট।
জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকাকে খুব একটা বেগ পেতে হয়নি। ওপেনার জানেমান মালান ৪ এবং ওয়ানডাউনে নামা জন স্মাটস শুধু আউট হন ৭ রানে। এছাড়া রিজা হে'ন্ডরিক্স করেন ৩০ বলে ৪২ রান এবং পিট ফন বিজন ৩২ বলে করেন ৪২ রান। ডেভিড মিলার অ'পরাজিত থাকেন ১৯ বলে ২৫ রানে।
শেষ পর্যন্ত ১৬.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন মো হা'ম্ম'দ নওয়াজ এবং উসমান কাদির। ম্যাচ সেরার পুরস্কার উঠলো ডোয়াইন প্রিটোরিয়াস।