চেন্নাই টেস্টে ৬ উইকে'টে ৩০০ রানে প্রথম দিন শেষ করার পর আজ ৩২৯ রানে অলআউট হয়েছে ভারত৷ দ্বিতীয় দিনে দুর্দান্ত কাম ব্যাকের সাথে বিরল এক রেকর্ড গড়েছে সফরকারী ইংলিশরা।
চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৯৫.৫ ওভার বোলিং করেছে ইংল্যান্ডের বোলাররা। যেখানে কোন বোলার কোন ওয়াইড দেননি। এমনকি পুরো ইনিংসে ছিলোনা কোন নো বল, কিংবা লেগ বাই রান। অর্থাৎ পুরো ইনিংসে ছিলোনা কোন অতিরিক্ত রান।
অবিশ্বা'স্য এই বোলিং-ফিল্ডিংয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকে'টের ইতিহাসে সবচেয়ে বড় ইনিংসেও তথা ৩২৯ রানেও কোন অতিরিক্ত রান না দিয়ে ৬৬ বছর আগের রেকর্ড ভেঙেছে সফরকারীরা।
এর আগে ১৯৫৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩২৮ রানের ইনিংসেও কোন অতিরিক্ত রান না দিয়ে এই রেকর্ডে সবার উপরে ছিল ভারত। লাহরো অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ১৮৭.৫ ওভার বোলিং করেছিল ভারত। একইভাবে চেন্নাই টেস্টের এই ইনিংসে কোন অতিরিক্ত রান ছাড়াই সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছে ভারত।