উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি জায়ান্ট পিএসজি এবং বার্সালোনা। আর দুই জায়ান্টের মুখোমুখি হওয়ার আগে নিজেদের শেষ ম্যাচে আলাভেসের বিপক্ষে গতরাতে গোল উৎসব করেছে বার্সালোনা।
গতরাতে স্প্যানিশ লা লিগায় আলাভেসের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে বার্সালোনা যেখানে জোড়া গোল করেছেন দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।মেসির স'ঙ্গে বার্সার আগামী জুনের পর চুক্তি শেষ হয়ে যাব'ে। তাই তাকে কেনার জন্য চেষ্টা করছে পিএসজি। কিন্তু তার আগে এই ম্যাচে সেই মেসিই পিএসজির জন্য সবচেয়ে বড় হু’মকি হয়ে দেখা দিতে পারে।
মেসি যেদিন ফর্মে থাকে সেদিন প্রতিপক্ষের অবস্থা নাজেহাল করেই ছাড়েন। তাই বার্সাকে শান্ত রাখার পূর্ব শর্ত হচ্ছে ম্যাচে মেসিকে শান্ত রাখা। কিন্তু আলাভেসের বিপক্ষে মেসি যে রুপ দেখালো সেই রুপ যদি পিএসজির বিপক্ষে দেখাতে পারেন তাহলেই ফ্রান্সের জায়ান্টদের দৌড় শেষ হয়ে যাওয়ার উপক্রম 'হতে পারে।