তুলনামূলক দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টেস্ট সিরিজে খাবি খাচ্ছেন টাইগাররা। নিজেদের চেনা মাঠেও পারফরম্যান্সে ‘অচেনা’ বাংলাদেশ।
ক্যারিবীয় বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ছেন তামিম-মুমিনুলরা।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে উইন্ডিজের করা ৪০৯ রানের পাহাড়ে চাপা পড়া বাংলাদেশ গু'টিয়ে গেছে ২৯৬ রানে।
অবশ্য রোববার শেষ বিকালটাও ভালো যায়নি সফরকারীদের। ১১৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ।
৪১ রানে দিনশেষ করেছে, রোববার নেমেও শুরুটা ভালো হয়নি। আজ ৯ রান যোগ করতেই আরও ১টি উইকেট হারিয়েছে তারা।
আগের দিন নাইট ওয়াচম্যান হিসেবে নামা জোমেন ওয়ারিক্যানকে এলবিডব্লিউয়ের ফাঁ'দে ফেলে সাজঘরে ফেরালেন পেসার রাহি। ২২ বল খেলে ২ রানের বেশি করতে পারেননি এ ক্যারিবীয় স্পিনার।
এ প্রতিবেদন লেখার সময় তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছে। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকে'টে ৫৪ রান। ওয়ারিক্যানের পর ব্যাট হাতে নেমেছেন চট্টগ্রাম টেস্টের জয়ের নায়ক কাইল মেয়ার্স। অ'পরপ্রান্তে ২২ রানে অ'পরাজিত এনক্রুমাহ বোনার।