বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজটি স্বাগতিক এবং অতিথি উভয় দলের জন্যই গু'রুত্বপূর্ণ। কারণ এই টেস্ট সিরিজের ফলাফলের ওপর নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার টিকিট। এমন গু'রুত্বপূর্ণ একটি সিরিজে প্রত্যাশিত ব্যাটিংয়ে ব্যর্থ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
আন্তর্জাতিক ক্রিকে'টে অ'ভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে যাওয়া বিরাট শনিবার গড়েছেন বাজে একটি রেকর্ড। চার টেস্ট সিরিজের প্রথম খেলায় হেরে চাপের মধ্যে থাকা ভারত দ্বিতীয় টেস্টে নেমেই শূন্যরানে হারায় ওপেনার শুভমন গিলের উইকেট।
তিনে ব্যাটিংয়ে নামা চেতেশ্বর পুজারাকে স'ঙ্গে নিয়ে ৮৫ রানের জুটি গড়ে প্রাথমিক এ ধকল সামলে দেন অন্য ওপেনার রোহিত শর্মা। ২১ রানে আউট হন পুজারা। তার বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই মঈন আলীর অফস্পিনে বিভ্রান্ত হন ভারতীয় অধিনায়ক। রানের খাতা খোলার আগেই বোল্ড কোহলি।
টেস্ট ক্রিকে'টের অ'ভিজাত ফরম্যাটে এ নিয়ে ১১ বার শূন্যরানে আউট হলেন বিশ্বের এ সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এদিন শূন্যরানে আউট হওয়ার মধ্য দিয়ে কোহলি ছাড়িয়ে গেছেন ভারতের সাবেক সফল অধিনায়ক ম হে'ন্দ্র সিং ধোনিকে। ভারতকে দুটি বিশ্বকাপ ট্রফি উপহার দেয়া ধোনি, ক্যারিয়ারে ৯০ টেস্টে ১৪৪ ইনিংসে ১০ বার শূন্যরানে আউটের ল'জ্জায় পড়েছেন।
তার চেয়ে এক ম্যাচ কম খেলে ১৫০ ইনিংসে ১১ বার শূন্যরানে আউট হলেন কোহলি। তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ল'জ্জার এ রেকর্ডে শীর্ষে জাতীয় দলের বর্তমান তারকা পেসার ইশান্ত শর্মা। তিনি রেকর্ড ৩১ বার শূন্যরানে আউট হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ বার শূন্যরানে আউট হয়েছেন সাবেক তারকা পেসার জহির খান।
আন্তর্জাতিক ক্রিকে'টে টেস্টের সাদা পোশাকে রেকর্ড সর্বোচ্চ ৪৩ বার শূন্যরানে আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। ৩৬ বার শূন্যরানে আউট হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা পেসার ক্রিস মা'র্টিন। তৃতীয় সর্বোচ্চ ৩৫ বার শূন্যরানে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।