টেস্ট এর আগে বাংলাদেশের হয়ে শত উইকে'টের মাইলফলক স্পর্শ করেছেন মো হা'ম্ম'দ রফিক, তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম ডানহাতি বোলার হিসেবে একশ উইকেট শিকার করলেন মিরাজ। সর্বপ্রথম একশ উইকেট শিকার করেছিলেন বামহাতি স্পিনার মো হা'ম্ম'দ রফিক।
ক্যারিয়ারের ৩৩ টেস্টে একশ উইকেট শিকার করেছিলেন রফিক। এরপর দুই বামহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম একশত উইকেট শিকার করেন। একশ উইকেট শিকার করতে সাকিবের লেগেছিল ২৮ টেস্ট এবং তাইজুলের লেগেছিল ২৫ টেস্ট।
মিরাজ এ মাইলফলক স্পর্শ করেছেন ২৪ টেস্টে। প্রথম টেস্টের আগে তার উইকেট সংখ্যা ছিল ৯০। প্রথম টেস্টে আট' উইকেট শিকার করেছিলেন তিনি, শত উইকেট থেকে দুই উইকেট দূরে থেকে শুরু করেন মিরপুর টেস্ট।
মিরপুরে টস জিতে ব্যাটিং করার সি'দ্ধান্ত নেয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দলকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। দলীয় ৬৬ রানের মাথায় জন ক্যাম্পবেল তাইজুলের বলে এলবিডব্লিউ হন। দ্বিতীয় সেশনে শেইন মোজলেকে বোল্ড করেন আবু জায়েদ চৌধুরী রাহী।