২০২০ সালে কো'পা আমেরিকা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করো'না ভাইরাসের কারণে সেটা হয়নি। তবে ২০২১ সালের জুনে অনুষ্ঠিত হবে কো'পা আমেরিকা।
আর এবারের কো'পা আমেরিকা 'হতে পারে নেইমা'রের কো'পা আমেরিকা এমনটাই মন্তব্য করেছেন সাবেক ব্রাজিল লিজেন্ড কাফু। কেবল কো'পা আমেরিকা নয়, ২০২২ বিশ্বকাপও নেইমা'রের বিশ্বকাপ 'হতে পারে বলে মন্তব্য তার।
মা'র্কাকে দেয়া সাক্ষাৎকারে কাফু বলেন, “এটা তার কো'পা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ তার বিশ্বকাপ 'হতে পারে। ব্রাজিলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব তার। আমি তাকে পূর্ন মনোযোগী হিসেবেই দেখছি এবং সে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য কি করতে হবে সেই বি'ষয়ে সচেতন।”