কো'পা ডি ফ্রান্স কাপের রাউন্ড অব ৬৪’র ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পরেছিলেন নেইমা'র জুনিয়র। সেই ইনজুরি তাকে দর্শক বানিয়ে দিয়েছে চার সপ্তাহের জন্য।
আর মাত্র কয়েকদিন পরই গু'রুত্বপূর্ণ ম্যাচে বার্সালোনার বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচে তাই খেলা হচ্ছেনা পিএসজির সবচেয়ে বড় তারকার।
নেইমা'রকে ছাড়া পিএসজির খেলার গতি অনেকটাই কমে যায়। সেখানে বার্সালোনার মত জায়ান্টদের বিপক্ষে তার অনুপুস্থিতি দলের জন্য বিশাল ক্ষ'তি বলে মন্তব্য করেছেন পিএসজি কোচ পচেত্তিনো।
নেইমা'রের ইনজুরির বি'ষয়টি নিশ্চিত হওয়ার পর পচেত্তিনো জানিয়েছেন, “নেইমা'র খুবই দুঃখ পেয়েছে। সে ম্যাচটি নিয়ে উত্তেজিত ছিল। সে এই ধরণের প্রতিযোগিতা খুব পছন্দ করে। এটা আমা'দের জন্য বড় ক্ষ'তি। আশাকরি দ্বিতীয় লেগে তাকে পাব।”