1. bappy.ador@yahoo.com : admin :
  2. hostctg@gmail.com : Sports Editor : Sports Editor
  3. Onlynayeemkhanbd@gmail.com : Admin admin : Admin admin
  4. editor@sports-gossip.com : Edotpr Edotpr : Edotpr Edotpr
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৪১ অপরাহ্ন

বেরিয়ে এলো আসল সত্য ডোমিঙ্গো চান না, তাই বিশ্বকাপে যাবেন না তিনি

  • সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫ পঠিত

বেরিয়ে এলো আসল সত্য ডোমি'ঙ্গো চান না, তাই বিশ্বকাপে যাব'েন না তিনি

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমলোচনা। কোনো সময় ক্রিকেটার তো কোনো সময় বোর্ড কর্মকর্তা। টি-২০ বিশ্বকাপের মতো বড় আসর,

অথচ বাংলাদেশ দলের স'ঙ্গে থাকছে না কোনো টিম লিডার বা ম্যানেজার? হ্যাঁ, এমনটাই ঘটতে যাচ্ছে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের স'ঙ্গে ‘অ'ভিভাবক’ হিসেবে যাচ্ছেন না কেউ।

বিসিবির ক্রিকেট অ'পারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, সামনে বোর্ড নির্বাচন। এই সময়ে দলের স'ঙ্গে এক-দেড় মাস বাইরে থাকার ইচ্ছে নেই কারো।

এমনকি আকরাম খান নিজেও টিম লিডার হয়ে যেতে অনিচ্ছুক। তার কথা, ‘আ মর'া তো খেলা দেখতে যাব'। তবে কোনো পদ-পদবি নিয়ে দলের সফরস'ঙ্গী হবো না এবার।’

বিপদের বন্ধু হিসেবে আসতে পারে খালেদ মাহমুদ সুজনের নাম। জাতীয় দলের যে কোনো আপদকালীন সময়ে সুজনকে সামনে পাওয়া গেছে। তিনি কি যেতে রাজি হবেন?

খোঁজ নিয়ে জানা গেছে, খালেদ মাহমুদ সুজনও এবার দলের সফরস'ঙ্গী 'হতে নারাজ। সপ্তাহখানেক আগে জাগো নিউজের স'ঙ্গে একান্ত আলাপে তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের কোনো দায়িত্ব নিতে চান না।

কারণটা কী? সুজন মুখ ফুটে না বললেও ভেতরের খবর হলো, হেড কোচ রাসেল ডোমি'ঙ্গো আর পেস বোলিং কোচ ওটিস গিবসনের সাথে মত মিলছে না তার।

ক্রিকেটারদের সাথে সবসময়ই সুসম্পর্ক সুজনের। সবার প্রিয় ‘চাচা’ সুজন নিজের খেলোয়াড়ি ও কোচিং অ'ভিজ্ঞতার আলোকে মাঝেমধ্যে এটা ওটা বলেন। প্রয়োজনীয় ও তাৎক্ষণিক পরা মর'্শ দেন। দু’ একসময় মাঠে বার্তাও পাঠান।

এই বি'ষয়গু'লোই নাকি পছন্দ নয় দুই বিদেশি কোচ ডোমি'ঙ্গো আর গিবসনের। আর তা জেনেই সুজনও চলে গেছেন ব্যাকফুটে।

যেহেতু টিম ম্যানেজম্যান্ট চাইছে না, যেচে উপকার করার দরকার কী! তাই সুজনকেও এবার বিশ্বকাপে দেখা যাব'ে কোনো দায়িত্বে।

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্পোর্টস গসিপ.কম
Theme Customized By Sports Gossip
error: Content is protected !!