1. bappy.ador@yahoo.com : admin :
  2. hostctg@gmail.com : Sports Editor : Sports Editor
  3. Onlynayeemkhanbd@gmail.com : Admin admin : Admin admin
  4. editor@sports-gossip.com : Edotpr Edotpr : Edotpr Edotpr
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৮ পূর্বাহ্ন

টেস্ট বাতিলে ৪৫০ কোটি টাকা ক্ষতির মুখে ইংল্যান্ড

  • সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮ পঠিত

টেস্ট বাতিলে ৪৫০ কোটি টাকা ক্ষ’তির মুখে ইংল্যান্ড

ক্যাম্পে হানা দিয়েছে করো’না। তাতেই নাজেহাল ইংল্যান্ডে সফররত ভারতীয় শিবির।
আ’ক্রা'’ন্তের সংখ্যা বেড়ে না যায়, সে ভয়ে ইংল্যান্ডের বিরু’'দ্ধে সিরিজের শেষ টেস্টটা বাতিলই করে দেওয়া হয়েছে।

তবে ম্যানচেস্টারে ম্যাচটা বাতিল হওয়ায় বড় অ ‘ 'ঙ্কের ক্ষ’তির মুখে পড়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

বিভিন্ন সূত্র জানাচ্ছে, সংখ্যাটা ৪০ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫০ কোটি টাকার কম নয় আদৌ।
সে সমস্যা সমাধানেই এবার ইংলিশ বোর্ডের স’'ঙ্গে আলোচনায় নামছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গা’'ঙ্গু'’লি।

চলতি মাসের ২২ তারিখেই ইংল্যান্ডে যাচ্ছেন সৌরভ। সেটা অবশ্য ব্যক্তিগত কারণে। তবে টাইমস অফ ইন্ডিয়া বিসিসিআইয়ের বিশেষ সূত্র ধরে জানাচ্ছে, ইসিবি প্রধান টম হ্যারিসন ও ইয়ান ওয়াটমোরের স’'ঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতীয় বোর্ড প্রধান।

সেক্ষেত্রে বাতিল হওয়া টেস্টটি পরের বছর আয়োজনের কথা বলা ‘'হতে পারে বলে জানা যাচ্ছে। সেই বি’ষয়েই বিভিন্ন খুঁটিনাটি আলোচনা করতে ইসিবি কর্মকর্তাদের স’'ঙ্গে বৈঠক সারবেন সৌরভ।

ইংলিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস জানাচ্ছে, ইসিবি প্রায় ৪০ মিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় ৪৫০ কোটি টাকারও অধিক) পাউন্ডের মতো ক্ষ’তির সম্মুখীন ‘'হতে চলেছে। যার ৩০ মিলিয়ন আসতো ব্রডকাস্টারদের কাছ থেকে আর বাকি অংশ ইসিবির কোষাগারে আসতো টিকিট বিক্রির টাকা থেকে।

আর এই বিপুল ক্ষ’তির হাত থেকে ইসিবিকে রক্ষা করতে বিসিসিআই একটি টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে বলেই শুক্রবার জানান হ্যারিসন। তবে সেটা এই সিরিজের অংশ হিসেবে ধ’রা হবে না বলে জানান ইসিবি কর্তা।

স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘আমি যতদূর জানি ওটা আলাদা এক টেস্ট হিসাবেই খেলা হবে। আমা’দের আরও বেশ কিছু বিকল্প প্রস্তাবও দেওয়া হয়েছে, সেইগু'’লিকে খুটিয়ে দেখব আ মর'’া। খুব খারাপ একটা সময়ে এটাই একমাত্র যা একটু ভাল খবর।’

২০২২ সালের জুলাই মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে আবারও ইংল্যান্ড সফরে যাব'’ে ভারত। সেই সময় ম্যানচেস্টারেই আবার টেস্টটি খেলার পরিকল্পনা করা হচ্ছে।

আলাদা টেস্ট হিসেবেই যদি সেই টেস্ট খেলা হয়, তবে বর্তমান পরিস্থিতিতে সিরিজ জয়ী হিসাবে ভারতের নামই ঘোষণা করার কথা, কোহলির দল যে এগিয়ে আছে ২-১ ব্যবধানে। যদিও এই বি’ষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্পোর্টস গসিপ.কম
Theme Customized By Sports Gossip
error: Content is protected !!