1. bappy.ador@yahoo.com : admin :
  2. hostctg@gmail.com : Sports Editor : Sports Editor
  3. Onlynayeemkhanbd@gmail.com : Admin admin : Admin admin
  4. editor@sports-gossip.com : Edotpr Edotpr : Edotpr Edotpr
শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:১১ পূর্বাহ্ন

বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ দেখছেন সাকিব

  • সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২১ পঠিত

বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ দেখছেন সাকিব

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ আছে বলছেন সাকিব আল হাসান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে আলাপে এমনটাই জানিয়েছেন টাইগার অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজ খেলল বাংলাদেশ। আজ (১০ সেপ্টেম্বর) শেষ ম্যাচে হারের পরও ৩-২ ব্যবধানে সিরিজ টাইগারদের।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজটি জিতেছে ৪-১ ব্যবধানে। জিম্বাবুয়েতেও সিরিজ জয় এসেছে ২-১ ব্যবধানে। তবে এর আগে টি-টোয়েন্টিতে খুব একটা সাফল্য ছিল না টাইগারাদের।

বিশ্বকাপ সামনে রেখে দল কতটা প্রস্তুত এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলছেন কোভিডের কারণে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি খুব একটা।

কিন্তু সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব তা করতে পেরেছে দল। সাকিবের সাথে এ নিয়ে বোর্ড সভাপতির আলাপও হয়েছে। যেখানে বিশ্বকাপের আগে আশাবাদী টাইগার অলরাউন্ডার।

আজ ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘সাকিবের সাথে কথা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমা'দের যে পরিকল্পনা তা ঠিকঠাকমত করতে পারিনি।

দেড়টা বছর আসলে আমা'দের যা যা প্ল্যান মাথায় ছিল অরিজিনালি সেটা আ মর'া করতে পারিনি। কিন্তু অনেক দেশ করতে পেরেছে।

সুতরাং এটা একটা সমস্যা ছিল আমা'দের দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে আমা'দের খেলা। এগু'লো নিয়ে একটু সমস্যা ছিল।’

‘প্রথম এক বছর তো গেছে প্যানিকড, খেলাধুলা নিয়ে কিছুই ছিল না। একটা লম্বা সময় বিরতি ছিল। আমি বলবো না যে প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী হয়নি। তারপরও যতটুকু করতে পেরেছি আমি মনে করি কিছুটা করতে পেরেছি এবং সেটা ভালোভাবে করেছি।’

‘সাকিব আমাকে বলছে আমা'দের ভালো সুযোগ আছে এবার। সাকিবের মত খেলোয়াড় যখন বলে এবার ভালো সুযোগ আছে তার মানে দলের উপরও তার আ'ত্মবিশ্বা'স আছে। যেটা খুবই গু'রুত্বপূর্ণ

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্পোর্টস গসিপ.কম
Theme Customized By Sports Gossip
error: Content is protected !!