আইপিএলের ১৪তম আসরের প্লেয়ার ড্রাফটের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। ১১১৪ জন ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় আছেন কেবল ২৯২ জন ক্রিকেটার। যেখানে বাংলাদেশ থেকে আছেন চার ক্রিকেটার।
বাংলাদেশ থেকে নিলামের জন্য প্রথমে পাঁচজন ক্রিকেটার নাম লেখান। তারা হলের, অলরাউন্ডার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও মো হা'ম্ম'দ সাইফ উদ্দিন। পরে নাম দেন সাইফুদ্দিনও। তবে এদের মধ্যে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে গেছেন সৌম্য সরকার ও লিটন দাস।
নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া ৪ জন বাংলাদেশি ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মো হা'ম্ম'দ সাইফউদ্দিন।
উল্লেখ্য, এর আগে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান খেললেও এই প্রথম আইপিএল চূড়ান্ত তালিকায় সাইফউদ্দিন।