1. bappy.ador@yahoo.com : admin :
  2. hostctg@gmail.com : Sports Editor : Sports Editor
  3. Onlynayeemkhanbd@gmail.com : Admin admin : Admin admin
  4. editor@sports-gossip.com : Edotpr Edotpr : Edotpr Edotpr
শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫৫ পূর্বাহ্ন

দলে ফিরতে শেষ বারের মত বিসিবির কাছে নতুন বার্তা পাঠালেন আশরাফুল

  • সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪ পঠিত

দলে ফিরতে শেষ বারের মত বিসিবির কাছে নতুন বার্তা পাঠালেন আশরাফুল

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা মানুষ ভুলতে চাইলেও ইতিহাস মনে করিয়ে দেয় বার বার।

ইতিহাসের আজকের এই দিনে ঠিক ২০ বছর আগে বিশ্ব ক্রিকে'টে নতুন এক ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের ১৭ বছরের এক যুবক, যার নাম মো হা'ম্ম'দ আশরাফুল।

ক্রিকে'টের বিবর্তনে এখন ২০ বছরের আগে সাদা পোশাকে জাতীয় দলে অ'ভিষেক অনেকটাই অকল্পনীয়। সেখনে বড়জোড় অনূর্ধ্ব-১৯ খেলে কেউ দ্রুত খেলে ফেলতে পারে জাতীয় দলে সেক্ষেত্রেও কিন্তু বয়স হয়ে যাব'ে ১৮ এর বেশি।

তারও কম বয়সে যদি কারও অ'ভিষেক হলে সেটা টেস্টে হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি অ'ভিষেক হয়েও যায় রেকর্ডটা ভাঙা সহজ হবে না। কারণ ওই বয়সে কারও পক্ষে টেস্টে সেঞ্চুরি করা অনেকটা অসাধ্য সাধন করেই দেখোনো।

আর এই অসাধ্যই সাধন করেছিলেন মো হা'ম্ম'দ আশরাফুল। ২০০১ সালের আজকের দিনে (০৮ সেপ্টেস্বর) মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সে অ'ভিষেক টেস্টে সেঞ্চুরির মধ্য দিয়ে বিশ্ব ক্রিকে'টে অনন্য এক নজির স্থাপন করেছিলেন মো হা'ম্ম'দ আশরাফুল।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার মুরালি-ভাসদের মতো ভয়ংকর বোলারদের সামনে কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে আশরাফুল খেলেন ২১২ বলে ১১৪ রানের অসাধারণ এক ইনিংস।

তিনদিনে শেষ হওয়া কলম্বো টেস্টে ইনিংস ও ১৩৭ রানে বাংলাদেশ হারলেও মুত্তিয়া মুরালিধরণের স'ঙ্গে যৌ'থভাবে ম্যাচসেরার স্বীকৃতি পান বাংলাদেশের লিটলমাস্টার মো হা'ম্ম'দ আশরাফুল।

ওই সেঞ্চুরির সুবাদে আশরাফুল যেমন নিজেকে চিনিয়েছেন তেমনি হয়েছিলেন টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। যা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড। সেই স'ঙ্গে বিশ্ব ক্রিকে'টে টেস্টে বাংলাদেশের সম্ভাবনার কথা ছড়ায় বিশ্ব দরবারে।

তবে বাংলাদেশের নাম ডাক বিশ্ব দরবারে ছড়িয়ে গেলেও অন্ধকারে হারিয়ে গেছেন মো হা'ম্ম'দ আশরাফুল। আবারো ফিরতে চাইছেন ২২ গজে খেলতে চান নতুন ইনিংস। এই নিয়ে মো হা'ম্ম'দ আশরাফুল বলেন, সীমত ওভারের ক্রিকে'টে হয়তো পারবোনা

কিন্তু টেষ্ট ক্রিকে'টে দেশকে এখনো কিছু দেওয়ার বাকি আছে আমা'র। আমি দলে সুযোগ পেলে (টেষ্টে) কিছু ভাল ইনিংস খেলে নিজের অতীতের ভুলের প্রাইশ্চিত্ত করতে চাই।

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্পোর্টস গসিপ.কম
Theme Customized By Sports Gossip
error: Content is protected !!