1. bappy.ador@yahoo.com : admin :
  2. hostctg@gmail.com : Sports Editor : Sports Editor
  3. Onlynayeemkhanbd@gmail.com : Admin admin : Admin admin
  4. editor@sports-gossip.com : Edotpr Edotpr : Edotpr Edotpr
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৫ অপরাহ্ন

অবশেষে জানা গেলো রোনালদোর জুভেন্টাস ছাড়ার আসল কারণ

  • সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২১ পঠিত

অবশেষে জানা গেলো রো'নালদোর জুভেন্টাস ছাড়ার আসল কারণ

গত ২৭ আগস্ট জুভেন্টাস ছেড়ে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রো'নালদো। সাবেক রাশিয়ান আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ, ইউএফসি খেলোয়াড় খাবিব নুরমাগোমেদভ জানালেন, বি র'ক্ত হয়েই তুরিনের ক্লাব ছেড়েছেন তার বন্ধু রো'নালদো।

রো'নালদোকে কেনার দৌঁড়ে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। দুই পক্ষের মধ্যে আলোচনাও এগিয়েছিল অনেক দূর। শেষ মূহুর্তে এসে দৃশ্যপট পাল্টে যায়। হঠাৎ সরে দাঁড়ায় সিটি। সেই সুযোগটা লুফে নিতে ভুল করেনি ইংলিশ প্রিমিয়ার লিগ, ইপিএলের আরেক জায়ান্ট ম্যানইউ।

স্পোর্ট টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে খাবিব বলেন, ‘আমা'দের ব্যক্তিগত আড্ডায় কী হয় তা প্রকাশ করতে চাই না। রো'নালদো আমাকে বলেছিল, সে ইতালিতে বি র'ক্তবোধ করছে। এজন্য ইংল্যান্ডে যেতে চায়।’

ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সবচাইতে জমজমাট ফুটবল টুর্নামেন্ট। সেখানকার সবগু'লো দলই দুর্দান্ত। এককভাবে কাউকে সেরা বলার উপায় নেই।

এজন্য রো'নালদোর সি'দ্ধান্তকে সঠিক মনে করছেন খাবিব, ‘আমিও ইতালিয়ান ফুটবলের ভক্ত নই। ইংলিশ প্রিমিয়ার লিগ আমা'র ভালো লাগে। সেখানের সবগু'লো দলই অসাধারণ।’

বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই তারকা রো'নালদো ও লিওনেল মেসি। এই দুজনের মধ্যে সেরা কে, প্রায়ই এমন প্রশ্ন উঠে আসে।

খাবিব মনে করছেন, দুজনই দুর্দান্ত। তবে রো'নালদো কিছুটা এগিয়ে। কারণ ২০০৪ সাল থেকে টানা পারফর্ম করে আসছেন পর্তুগীজ দলপতি।

খাবিব বলেন, ‘রো'নালদো ১৭ বছর ধরে শীর্ষে আছে। অন্যদিকে মেসি ১২ বছর ধরে। রো'নালদো ২০০৪ সালের ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ,

ইউরোর ফাইনালে খেলেছেন। এমনকি সর্বশেষ আসরেও গোল করেছেন। ফুটবলে এমন ঘটনা কখনও ঘটেনি।’

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্পোর্টস গসিপ.কম
Theme Customized By Sports Gossip
error: Content is protected !!