1. bappy.ador@yahoo.com : admin :
  2. hostctg@gmail.com : Sports Editor : Sports Editor
  3. Onlynayeemkhanbd@gmail.com : Admin admin : Admin admin
  4. editor@sports-gossip.com : Edotpr Edotpr : Edotpr Edotpr
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৭ পূর্বাহ্ন

৯ বছর একসঙ্গে থাকার পর যে কারনে ভেঙে গেলো শিখর ধাওয়ানের সংসার

  • সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮ পঠিত

৯ বছর একস'ঙ্গে থাকার পর যে কারনে ভেঙে গেলো শিখর ধাওয়ানের সংসার

বিবাহবিচ্ছেদ হল শিখর ধাওয়ানের। তাঁর স্ত্রী আয়েশা মুখার্জি সম্প্রতি ব্যক্তিগত ইনস্টাগ্রাম
অ্যাকাউন্টে ঘোষণা করেন তাদের বিবাহ বিচ্ছেদের কথা। নয় বছর একস'ঙ্গে থাকার পর ঘর ভেঙে গেল তাদের।

২০১২ সালে মেলবোর্নে মহা আড়ম্বরে আয়েশা-ধাওয়ানের বিয়ে হয়। দু’জনের নয় বছরের সংসারে এক পুত্র সন্তানও আছে।
আবেগঘন এক পোস্টে আয়েশা জানান বি'ষয়টি। নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন,

‘আমা'র একসময় মনে 'হতো বিচ্ছেদ একটা খুব খারাপ একটা শব্দ। তবে দ্বিতীয় বারের মতো বিয়ে ভেঙে যাওয়ার পর আর তা মনে হচ্ছে না। প্রথম বার যখন বিয়ে ভেঙেছিল, যখন আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম।

মনে হচ্ছিলো আমি বোধ হয় কিছু ভুল করে ফেলেছি। নিজেকে স্বার্থপর মনে হচ্ছিলো। মনে হয়েছিল বাবা-মায়ের সম্মান নষ্ট করছি। বিচ্ছেদ এতটাই খারাপ শব্দ বলে মনে 'হত তখন।’

তিনি আরও লেখেন, ‘দ্বিতীয় বার এই ভয় আরও বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল, দ্বিতীয়বারও আমি পারলাম না। ভয়, ব্যর্থতা, 'হতাশা… এসব একশ’ গু'ণ বেড়ে গিয়েছিল। বিয়ে, সম্পর্ক আমা'র কাছে এসবের মানে কী?’

নিজের আয়েশা ধাওয়ান নামে যে অ্যাকাউন্ট ছিল তার, সেটি ইনস্টাগ্রাম থেকে মুছে দিয়েছেন তিনি। অন্য এক অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন এসব কথা, যে অ্যাকাউন্টে শিখর ধাওয়ানের কোনো উপস্থিতি নেই।

তিনি সেই পোস্টে আরও জানিয়েছেন, এই সম্পর্কচ্ছেদের বি'ষয়টি বরং তাকে আরও ক্ষমতাবান হওয়ার অনুভূ'তি দিচ্ছে। তিনি লিখেন, ‘যাই হোক, এখন প্রয়োজনীয় কাজগু'লো করা ও আবেগ সামলানোর পর নিজেকে নিয়ে ভেবেছিলাম।

মনে হচ্ছে আমি ঠিকই ছিলাম, বরং আমি বেশ ভালোই করছিলাম। যে ভয়টা পাচ্ছিলাম, সেটা উবে গেছে। তবে সবচেয়ে ভালো যে বি'ষয়টা হয়েছে সেটা হচ্ছে, এখন নিজেকে আরও বেশি ক্ষমতাবান মনে হচ্ছে।

আমা'র এখন মনে হচ্ছে, আমা'র যতো ভয়, আর সম্পর্কচ্ছেদের যতো অর্থ দাঁড় করিয়েছিলাম, তা আমা'র নিজের মনগড়া ছিল। এটা বুঝে যাওয়ার পর এখন আমি নতুন করে এর অর্থ বুঝছি, নিজের মতো করে সম্পর্কচ্ছেদ বি'ষয়টাকে দেখছি।’

দুজনের পরিচয় হয় হরভজন সিংয়ের মাধ্যমে। তার স'ঙ্গে শিখরের পরিচয়টাও করিয়ে দেন ভারতীয় সাবেক স্পিনারই। এরপর প্রণয়, পরিণয়ের বি'ষয়টা হয়েছিল শিখরের পরিবারের অমতেই।

বেশ কাঠখড় পুড়িয়ে অবশেষে পরিবারের সম্মতি মেলে এই সম্পর্কে। দু’জনের সংসার আলো করে আসে এক পুত্রসন্তানও। এবার সেই সংসারই ভেঙে গেল। আয়েশা এ সম্পর্কে জানালেও,

শিখর ধাওয়ান এ বি'ষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। বর্তমানে তিনি আইপিএল খেলতে অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে।

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্পোর্টস গসিপ.কম
Theme Customized By Sports Gossip
error: Content is protected !!