এনক্রুমাহ বোনার, ক্রেইগ ব্রাথওয়েইটদের প্রতিরোধের বিপরীতে নাইম হাসান, মেহেদী মিরাজদের মত স্পিনারদের ব্যর্থতায় ঢাকা টেস্টে চলকের আসনটা শূন্য।
৫ উইকে'টে ২২৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ক্যারিবীয়রা।
৭৪ রানে অ'পরাজিত বোনার। যার স'ঙ্গী ২২ করা জসুয়া দ্যা সিলভা। দুটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ ও তাইজুল ইসলাম ।