ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। চলছে দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচ শেষে টেস্ট ফরম্যাটে খেলোয়াড় র্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন ক্যারিবিয়ানদের ম্যাচ জেতানো কাইল মায়ের্স। বুধবার টেস্ট ফরম্যাটের খেলোয়াড় র্যাঙ্কিংয়ের আপডেট তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এতে ব্যাটসম্যানদের তালিকায় ৭০ তম অবস্থানে উঠে এসেছেন মায়ের্স। প্রথম ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ।
কিন্তু দুর্দান্তভাবে ডাবল সেঞ্চুরি (২১০*) করে বাংলাদেশের কাছ থেকে জয় ছিন'িয়ে নেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কাইল মায়ার্স। এই ম্যাচের মাধ্যমেই টেস্টে তার অ'ভিষেক হয়।
দলকে জেতানোর পর টেস্ট র্যাঙ্কিংয়ে যুক্ত হয়েছে তার নাম। ৪৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ৭০তম অবস্থানে আছেন তিনি। অ'ভিষেক ম্যাচের পর টেস্ট র্যাঙ্কিংয়ে যা টেস্ট ইতিহাসে কোন ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট।