নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে চলতি মাসের শেষে নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তবে কবে নাগাদ টাইগার ক্রিকেটাররা দেশ ছাড়তে পারেন সেটা নিশ্চিত ছিল না।
যদিও বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের স'ঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট অ'পারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিমান ধরবেন তামিম ইকবাল-মুশফিকুর রহি মর'া।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছে টাইগাররা। এর ফলে নিউজিল্যান্ড যাওয়ার আগে আর অনুশীলনের কোনো সুযোগ নেই তাদের। এমনটাই নিশ্চিত করেছেন আকরাম। পূর্ব সূচি অনুযায়ী ১৩ মা'র্চ কিউইদের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশের।
তবে সিরিজটি এক সপ্তাহ পিছিয়ে গেছে। নতুন সুচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডে ২০ মা'র্চ। ১৩, ১৭ ও ২০ মা'র্চের বদলে ওয়ানডে তিনটি হবে যথাক্রমে ২০, ২৩ ও ২৬ মা'র্চ।ডানেডিনে প্রথম ওয়ানডের পর সিরিজের বাকি দুই ওয়ানডে ক্রা'ইটচার্চে।
এরপর হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৮, ৩০ মা'র্চ ও ১ এপ্রিল।