1. bappy.ador@yahoo.com : admin :
  2. hostctg@gmail.com : Sports Editor : Sports Editor
  3. Onlynayeemkhanbd@gmail.com : Admin admin : Admin admin
  4. editor@sports-gossip.com : Edotpr Edotpr : Edotpr Edotpr
শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৬ পূর্বাহ্ন

তামিমের সিদ্ধান্তের বিষয়ে দ্রুতই যা জানিয়ে দিলো বিসিবি

  • সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫ পঠিত

তামিমের সি'দ্ধান্তের বি'ষয়ে দ্রুতই যা জানিয়ে দিলো বিসিবি

দুবাই ও ওমানে অনুষ্ঠিত 'হতে যাওয়া আগামী টি-২০ বিশ্বকাপে না খেলার সি'দ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। তার এ সি'দ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন

বুধবার বিসিবির ১১ তম বোর্ড মিটিং শেষে বিসিবি প্রধান বলেন, তামিমের সি'দ্ধান্তকে আ মর'া স্বাগত জানাই। তামিম যথাযথ সি'দ্ধান্ত নিয়েছেন।

এর আগে একই দিনে ফেসবুকে এক ভিডিও বার্তায় তামিম বলেন, আমি সর্বশেষ ১৫-১৬টা টি-২০ ম্যাচে খেলিনি, এই সময়টাতে আমা'র জায়গায় যারা খেলেছে আমি হঠাৎ করে এসে তাদের জায়গাটা নেয়া ফেয়ার মনে করিনা।

তামিম আরো বলেন, আমা'র সিদ্বান্ত জানাতে কিছুক্ষণ আগে বোর্ড সভাপতি পাপন ভাই ও আমা'দের প্রধান নির্বাচক নান্নু ভাইকে ফোন করেছিলাম।

আমি তাদের বলেছি, আমি মনে করি না আমা'র টি-২০ বিশ্বকাপ দলে থাকা উচিত এবং আমি বিশ্বকাপ দলে থাকছি না। আমিই এই সি'দ্ধান্ত নিয়েছি এবং আমি এই সি'দ্ধান্তে অনড় থাকবো।

টি-২০ তে অবসর সম্পর্কে তামিম বলেন, আমি অবসর নিচ্ছি না। এটা ঠিক যে আমি এই বিশ্বকাপে থাকছি না।
তামিম জানান, সি'দ্ধান্তটি শুধুমাত্র দলের উন্নতির জন্যই নেয়া, সমালোচকদের কথার জন্য নয়।

তামিম বলেন, আমি মনে করি গেম-প্ল্যান সবচেয়ে বড় কারণ, কারণ আমি এই ফরম্যাটে দীর্ঘ সময় ধরে খেলছি না এবং দ্বিতীয় (হাঁটু) ইনজুরি। তবে এটাকে আমি বড় কোন সমস্যা মনে কর ছিন'া, কেননা বিশ্বকাপের আগে আমি ফিট হবো।

এ বছর বাংলাদেশের চারটি টি-২০ সিরিজে খেলেননি তামিম। এ বছরের মা'র্চে বিদেশের মাটিতে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি তামিম।

আজ শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও নেই তিনি। হাঁটুর ইনজুরিতে ভুগছেন তিনি। তার জায়গায় ওপেনার হিসেবে সৌম্য সরকার, নাইম শেখ ও লিটন দাসকে খেলায় বাংলাদেশ।

নিয়মিত এই ফরম্যাটে খেলা তরুণ খেলোয়াড় শেখ মাহেদি হাসানও ব্যাটিং অর্ডারে উপরের দিকে নিজের সা মর'্থ্য দেখিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্পোর্টস গসিপ.কম
Theme Customized By Sports Gossip
error: Content is protected !!