চট্টগ্রাম টেস্টে অবিশ্বা'স্য জয় পাওয়া ক্যারিবিয়ায়নদের নায়ক যদি হন কাইল মায়ের্স, তবে পাশ্বনায়ক হয়ে পথটা সহজ করেছেন এনক্রুমাহ বোনার। ৩৯৫ তাড়া করতে নেমে ৫৯ রানেই ৩ উইকেট হারানোর পর মায়ের্সের সাথে জুটি গড়েন ২১৬ রানের। নিজে ৮৬ রান করে ফিরলেও দলের জয় ও মায়ের্সের ডাবল সেঞ্চুরিতে রেখেছেন দারুণ ভূমিকা। অ'ভিষেক ম্যাচে নিযে সেঞ্চুরি মিস করলেও মায়ের্সের অতিমানবীয় পারফরম্যান্স ও দলের জয়েই তৃপ্ত বোনার।
অবিশ্বা'স্য জয়ের পর ড্রেসিং রুমে কি আলোচনা হয়েছে তা জানাতে গিয়ে ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন হারকে সবসময়ই ঘৃনা করেন। ছোট বেলা থেকেই জয়ের অন্যরকম নে'শায় বুঁদ হয়ে আছেন।
চট্টগ্রাম থেকে আকাশে উড়ার মত রসদ নিয়ে ঢাকায় ফেরা ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটারদের আ'ত্মবিশ্বা'স এখন তু'ঙ্গে। আজ (৯ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বোনার কথা বলেছেন সাগরিকায় পাওয়া জয়ের পর নিজেরদের বর্তমান ভাবনা, ঢাকা টেস্টের পরিকল্পনা নিয়ে।
প্রথম টেস্টে জয়ের পর ড্রেসিং রুমে কেমন আলোচনা হয়েছে জানাতে গিয়ে বোনার বলেন, ‘আমি ক্রিকেট খেলায় জিততে পছন্দ করি। আমি হারতে ঘৃনা করি। আমি যখন ছোট তখন থেকেই এটা আমা'র মধ্যে আছে। আমি জ্যামাইকার হয়ে খেলেছি যারা টানা পাঁচ বছর জিতেছে। যা ড্রেসিং রুমে দারুণ অনুভূ'তি এনে দিত। অবশ্যই আ মর'া ক্যারিবিয়ান থেকে দূরে এসে জিতেছি এবং এর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি।’
‘আ মর'া ফিরে গিয়ে সত্যি তাদের গর্বিত করতে চাই। আ মর'া অতি আ'ত্মবিশ্বা'সী 'হতে চাচ্ ছিন'া বা কোন কিছুর নিশ্চয়তা দিব না। বাংলাদেশ একটি ভালো দল, বিশেষ করে তাদের নিজেদের কন্ডিশনে। আ মর'া জানি এটা কঠিন 'হতে যাচ্ছে, তবে আ মর'া এই বড় চ্যালেঞ্জে নেওয়ার দিকে তাকিয়ে আছি।’
চট্টগ্রাম টেস্টে দলকে তীরে ভিড়িয়ে নিজে মিস করেছেন সেঞ্চুরি। সেঞ্চুরি মিসে আ'ক্ষেপ না করে দলের জয়কেই বড় করে দেখছেন বোনার।
অ'ভিষেকেই ৮৬ রানের ইনিংস খেলা এই ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘ব্যক্তিগত মাইলফলক সবসময়ই ভালো। কিন্তু অবশ্যই আ মর'া সবাই জানি আ মর'া সবকিছুই দলের জন্য করি। অ'ভিষেকে সেঞ্চুরি করাটা অবশ্যই দারূণ কিছু 'হত, কিন্তু এর মানে এই নয় যে করতেই হবে। আমি খুশি যে আ মর'া জিতেছি।’
‘যখন আপনি রান করবেন তা আপনাকে অনেক বেশি আ'ত্মবিশ্বা'স জোগাবে। এটা আমা'র অ'ভিষেক ম্যাচ ছিল। আমি অনেক অ'ভিজ্ঞতা অর্জন করেছি। আর এটি আমাকে সিরিজের বাকি অংশের জন্য প্রস্তুত করছে।’