ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে আরো একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু 'হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে তাই এই বাঁহাতি ব্যাটসম্যানকে পাচ্ছে না টাইগাররা।
মূলত প্রথম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় কোমড়ে চোট পেয়েছিলেন সাদমান। এই কয়দিন বিশ্রামেও ছিলেন তিনি। দ্বিতীয় টেস্ট শুরুর আগে পুরোপুরি সেরা না ওঠায় দ্বিতীয় টেস্ট থেকে তাকে বিশ্রামের পরা মর'্শ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম।
বিসিবি একটি বিবৃতিতে জানায়, ‘বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন। উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন মাঠে ফিল্ডিংয়ের সময় কোমড়ে চোট পেয়েছিলেন।
দ্বিতীয় টেস্টের আগে সেই চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় বিসিবি মেডিকেল টিম তাকে বিশ্রাম দেওয়ার পরা মর'্শ দিয়েছে।’
ইতোমধ্যেই সাদমান জৈব সুরক্ষা বলয় ত্যাগ করেছেন। পুর্নবাসনের অংশ হিসেবে তিনি বিসিবির চিকিতসকদের পর্যবেক্ষণে থাকবেন। উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ ধৈর্যের পরিচয় দিয়েছিলেন সাদমান। ১৫৪ বলে তিনি খেলেছিলেন ৫৯ রানের একটি ইনিংস। যদিও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি।
৪২ বলে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ৫ রান। এমনিতেই প্রথম টেস্ট ৩ উইকে'টে হেরে বেশ বিপাকে রয়েছে বাংলাদেশ। তাছাড়া পুরনো কুঁচকির চোটে পড়ে প্রথম টেস্টের পরপরই ছিটকে গিয়েছেন সাকিব আল হাসন। তাই ১১ ফেব্রুয়ারি মিরপুর শের ই বাংলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে টাইগারদের।