স্প্যানিশ লা লিগায় গতরাতে মাঠে নেমেছিল জায়ান্ট রিয়াল মা'দ্রিদ। চলতি মৌসুমে ধুকতে থাকা রিয়াল মা'দ্রিদ গতরাতে জয় পেয়েছে নিজেদের স্টাইলেই। গেতাফেকে ২-০ গোলে হারিয়েছে তারা।
এই ম্যাচে রিয়াল মা'দ্রিদ খেলেছে আধিপত্য নিয়েই। ৬৯ শতাংশ বল দখলে রেখে ম্যাচটি শেষ করেছে তারা। একই স'ঙ্গে গেতাফেকে কোন সুযোগই দেয়নি ম্যাচে। রিয়ালের গোলপোস্ট লক্ষ্য করে কোন শটই নিতে পারেনি তারা।
ম্যাচে রিয়ালের গোল দুটি করেন দুই ফরাসি তারকা বেনজামা এবং মেন্ডি। দুটি গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৬০ মিনিটে বেনজামা'র গোলের পর ৬৬ মিনিটে মেন্ডি রিয়ালের জয় নিশ্চিত করেন।