মৌসুম শেষেই বার্সার স'ঙ্গে চুক্তি শেষ হয়ে যাব'ে লিওনেল মেসির। এরপর মেসি বার্সালোনাতে থাকবেন নাকি চলে যাব'েন সেটা নিয়েই চলছে জল্পনা।
গু'ঞ্জন থেমে নেই। লিওনেল মেসিকে নিয়ে সবচেয়ে বেশি রিউমা'র ছড়াচ্ছে পিএসজির। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর থেকে শুরু করে খেলোয়াড়রাও মেসিকে নিজেদের দলে দেখার স্বপ্ন দেখছে।
তেমনি একজন ভেরাত্তি। ইতালিয়ান এই মিডফিল্ডার মেসির স'ঙ্গে খেলতে পারলে সেটা নিজের প্রতি ফুটবলের দেয়া উপহার হবে বলেই মনে করছেন।
ভেরাত্তি বলেন, “অবশ্যই আমি মেসির স'ঙ্গে খেলতে পছন্দ করব। আমি মেসি এবং নেইমা'রের কাছে বল দিব এবং পেছনে দাড়িয়ে থেকে তাদের খেলা দেখব।
“তাকে আমা'দের স'ঙ্গে পাওয়াটা দারুণ হবে। এটা হবে আরও একটি উপহার যা ফুটবল আমাকে দিতে পারে।”