চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালে ৬ ফেব্রুয়ারি জহুর আহম'দ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে আন্তর্জাতিক ‘জুয়াড়ি’ সন্দে'হে গ্রে'প্তার তিন ভারতীয় নাগরিকের তিন দিন করে রি'মান্ড মঞ্জুর করেছেন আ'দালত।
সোমবার দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আ'দালত তাদের রি'মান্ড মঞ্জুর করেন। তিন আ'সামি হলেন- সুনীল কুমা'র (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানি ম্যাগু' (৩২)।
মা'মলার ত'দন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পু'লিশের পরিদর্শক মো. কা মর'ুজ্জামান বলেন, আ'দালত আ'সামিদের তিন দিনের রি'মান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পু'লিশ তাদের সাত দিন করে রি'মান্ডে চেয়ে আবেদন করেছিল।
চট্টগ্রামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালে ৬ ফেব্রুয়ারি জহুর আহম'দ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে আন্তর্জাতিক ‘জুয়াড়ি’ সন্দে'হে গ্রে'প্তার তিন ভারতীয় নাগরিকের তিন দিন করে রি'মান্ড মঞ্জুর করেছেন আ'দালত।
সোমবার দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আ'দালত তাদের রি'মান্ড মঞ্জুর করেন। তিন আ'সামি হলেন- সুনীল কুমা'র (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানি ম্যাগু' (৩২)।
মা'মলার ত'দন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পু'লিশের পরিদর্শক মো. কা মর'ুজ্জামান বলেন, আ'দালত আ'সামিদের তিন দিনের রি'মান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পু'লিশ তাদের সাত দিন করে রি'মান্ডে চেয়ে আবেদন করেছিল।