আইপিএল মানেই এক অন্য রকম উত্তেজনা।প্রতি বছরের ন্যায় এবারো আইপিএলের আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।সেই আসরকে সামনে রেখে চলতি মাসের ১৮ তারিখে শুরু হচ্ছে বিশ্বের সবথেকে বড় টি২০ লীগ আইপিএলের নিলাম।
সবকিছু ঠিকঠাক থাকলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। আইপিএলের এবারের আসরের জন্য নিলামের১ হাজার ৯৭ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধিত করেছেন। এদের মধ্যে বাংলাদেশ থেকে রয়েছেন ৫ জন ক্রিকেটার।
এর মধ্যে ৮১৪ জন ভারতীয় এবং ২৮৩ জন বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে ৫ জন নিজেদের নাম জমা দিয়েছেন।প্রকাশিত এই তালিকায় যে ৫ জন বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও সৌম্য সরকার।
গত আসরে মুস্তাফিজকে দলে ভিড়াতে চেয়েছিল কলকারা' নাইট রাইডার্স, সেই হিসেবে থেকে ধারণা করাই যায় শাহরুখ খানের দলে এবারের আসরে মুস্তাফিজকে দলে ভিড়াবে।টি২০ ফিনিশার খ্যাত মাহমুদুল্লাহ ও ডাক পাচ্ছেন এবারের নিলামে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে সর্বোচ্চ ৫৬ জন নাম নিবন্ধন করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট। এ ছাড়া ৪২ জন অস্ট্রেলিয়ার ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার ৩৮ জন, শ্রীলঙ্কার ৩১, আফগানিস্তানের ৩০ জন, নিউজিল্যান্ডের ২৯ জন, ইংল্যান্ডের ২১ জন, সংযুক্ত আরব আমিরাতের ৯ জন, নেপালের ৮ ও স্কটল্যান্ডের ৭ জন ক্রিকেটার থাকবেন এবারের নিলামে।
আইপিএল নিলামে ২ কোটি মূল্যের ক্রিকেটারদের তালিকাঃ
হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, স্টিভ স্মিথ, সাকিব আল হাসান, মইন আলী, স্যাম বিলিংস, লিয়াম প্লা 'ঙ্কেট, জেসন রায়, মা'র্ক উড কলিন ই'ঙ্গ্রাম