বার্সালোনা তারকা আনসু ফাতির জন্য ১৫০ মিলিয়ন ইউরোর এসেছিল। কিন্তু বার্সালোনা সেই অফার ফিরিয়ে দিয়েছে। এমন খবর জানিয়েছে স্প্যানিশ দৈনিক মা'র্কা।
আনসু ফাতির নতুন এজেন্ট জর্জ মেন্ডিস এই অফার নিয়ে এসেছিল বার্সার কাছে। কিন্তু বার্সালোনা সেই অফার ফিরিয়ে দিয়েছে। তারা জানিয়েছে যে, আনসু ফাতি বার্সার ভবি'ষ্যত এবং তাকে বিক্রি করবে না।
অফারটিতে ক্যাশ ছিল ১২৫ মিলিয়ন ইউরো। বাকি ২৫ মিলিয়ন ইউরো দেয়ার কথা ছিল বিভিন্ন শর্তে। কিন্তু বার্সালোনা আগ্রহই দেখায়নি।
এর আগে গত জানুয়ারীতে আনসু ফাতির জন্য ১০০ মিলিয়ন ইউরো অফার করেছিল ম্যানইউ। কিন্তু বার্সা সেই অফারও ফিরিয়ে দিয়েছিল।
১৭ বছর বয়সী এই তারকা এবার বার্সালোনার মূল দলে রেজিষ্টার হয়েছে। তিনি কিছুদিন আগেই বার্সার স'ঙ্গে নতুন চুক্তি করেছেন যেখানে তার রিলিজক্লজ রাখা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।