ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চৌদ্দ তম আসর ভারতের করতে চাচ্ছে বিসিসিআই। এ নিয়ে খুব দ্রুত এগোতে চাইছে সৌরভ বাহিনী। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের ক্রীড়াসূচি ও ভ্যেনু নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ এমনকি প্রস্তুতির ব্লু প্রিন্টও চূড়ান্ত করে ফেলেছে৷
আইপিএল-২০২১ এর জন্য প্রস্তাবিত শুরুর তারিখ ১১ এপ্রিল 'হতে পারে! আর এই বারের আইপিএল শেষ হওয়ার সম্ভবনা ৫ বা ৬ জুন।৷ ভারতীয় বোর্ড সূত্রে এই খবর পাওয়া গেছে৷ ভারত -ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এই মিলিয়ন ডলার টুর্নামেন্ট শুরুর ভাবনা রয়েছে৷ ভারত বনাম ইংল্যান্ড সিরিজ ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৮ মা'র্চ পর্যন্ত চলবে৷
ভারতের ইনসাইড স্পোর্টসের রিপোর্ট অনুযায়ি বোর্ডের আধিকারিক জানিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর দিন নিয়ে চূড়ান্ত সি'দ্ধান্ত নেবে আইপিএল গ'র্ভনিং কাউন্সিল৷ সম্ভাব্য শুরুর দিন ১১ এপ্রিল৷ পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে জানা গেছে আইপিএল শুরু হলে ক্রিকেটাদের জন্য সেটা বড় সুযোগ হবে ফের একবার৷
এদিকে বিসিসিআই পুরোপুরি নিশ্চিত এবারের আইপিএল দেশের মাটিতেই আয়োজন করা হবে৷ ভারতীয় বোর্ড সূত্র বলেছে, ‘আ মর'া ভারতে আইপিএল করানোর জন্য কাজ করছি৷ আ মর'া নিশ্চিত আ মর'া সফল হব৷ আ মর'া কোনও ব্যাকআপের বি'ষয়েও ভাবছি না৷ আ মর'া শুধু এটা জানি আ মর'া ভারতেই আইপিএল আয়োজন করতে চাই৷ আশা করছি এই পরিস্থিতিতে সব দিক ঠিক রেখে সুরক্ষিতভাবে আইপিএল আয়োজন করতে পারব৷’ ভারতীয় বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধূমল এই বি'ষয়টি নিয়ে নিশ্চত করেছেন৷
এক নজরে এবারের আইপিএলের সব তথ্যঃ-
১৩ ফেব্রুয়ারি:-
আইপিএল ২০২১ এর ক্রিকেটারদের রেজিস্ট্রেশনের জন্য শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি৷ ফ্রাঞ্চাইজি ও বিসিসিআইয়ের কাছে ক্রিকেটারদের সূচি থাকবে, যাদের নাম নিলামে উঠবে৷
১৪ ফেব্রুয়ারি:-
নিলামে চুক্তিতে না থাকা ক্রিকেটারদের নিলাম হবে৷ টাকায় টাকায় ক্রিকেটার অদলবদল করতে পারবে ফ্রাঞ্চাইজিরা৷
১৮ ফেব্রুয়ারি:-
রেজিস্ট্রেশন পুরো হওয়ার পরে ট্রে'ড বিড বন্ধ করে দেওয়া হবে৷ আর এই ১৮ ফেব্রুয়ারিই চেন্নাইতে নিলাম অনুষ্ঠিত হবে৷