বর্তমান টেস্ট খেলুড়ে ১২ দেশের মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে নিজ দেশের হয়ে তিন ফরম্যাটেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তামিম ইকবাল।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন টাইগার ওয়ানডে অধিনায়ক।
এই মাইলফলক ছুঁতে তামিমের প্রয়োজন ছিল ৯ রানের টসে জিতে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই চতুর্থ ওভারে শ্যানন গ্ যাব'্রিয়েলের বলে ১ রান নিয়ে মুশফিকুর রহিমকে টপকে ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্টেও সর্বোচ্চ রানের রেকর্ড গড়ের দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
এর ফলে আবারও অনন্য একটা রেকর্ড নিজের করে নেন তামিম, বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে কোন নির্দিষ্ট দেশের হয়ে ৩ ফরম্যাটেই সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি। যদিও এর আগেও একবার এই রেকর্ড গড়েছিলেন তামিম।
তবে রেকর্ডটি নিজের করে নেওয়ার পরপরই ফিরে গেছেন তামিম, কেমা'র রোচের বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন তিনি। আউট হওয়ার আগে ১৫ বল খেলে ২ চারে ৯ রান করেন তামিম।