তাইজুল ইসলামের টেস্ট খেলার অ'ভিজ্ঞতা ৬ বছরের। লাল বলে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ২৯ টেস্টে এই বাঁহাতির শিকার ১১৪ উইকেট।
তার সামনে কেবল ২১০ উইকেট নেওয়া সাকিব আল হাসান। তাই অ'ভিজ্ঞতা থাকলেও সাকিবের কাছ থেকে প্রতিনিয়ত শিখছেন তাইজুল।
দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিবের অ'ভিজ্ঞতা দলকে অনেক সহায়তা করে। সাকিব প্রতিপক্ষ ব্যাটসম্যানের মন বুঝে তা জানিয়ে দেন সতীর্থদের। আর সামনে সাকিব বলার আগেই তা করার চেষ্টা করবেন তাইজুল।
গণমাধ্যমকে তিনি বলেন, “যখন সাকিব ভাই আমা'দের সাথে থাকে, তখন আমা'দের অনেক সুবিধা হয়, বিশেষ করে স্পিনারদের। ব্যাটসম্যান কোন মানসিকতায় থাকে তা সাকিব ভাই আগে থেকেই বুঝেন। সেটা আমা'দের সাথে শেয়ার করেন।”
“আমি, মিরাজ, নাঈম, সাকিব ভাই- সবার একটা ভালো পার্টনার'শিপ হবে ইনশাআল্লাহ্। আ মর'া ভালো কিছু করারই চেষ্টা করব। গত ৬-৭ বছর সাকিব ভাইর কাছ থেকে অনেক কিছুই নিতে পেরেছি। এখন সাকিব ভাই কিছু বলার আগেই আমি সেগু'লো করার চেষ্টা করব।”– যোগ করেন তিনি।