আগামী জুনের ৩০ তারিখে মেসির স'ঙ্গে বার্সালোনার সব ধরণের সম্পর্ক শেষ হয়ে যাব'ে। এরপর মেসি যেকোন ক্লাবে চলে যেতে পারবে তার ইচ্ছা মত।
অবশ্য গত গ্রীষ্মেই মেসি চলে যেতে চেয়েছিল। কিন্তু তৎকালীন সভাপতি বার্তামেউ বিভিন্ন মা'রপ্যাচে তাকে বার্সাতে বাধ্য করে। তাই বাধ্য হয়েই চলতি মৌসুমটি মেসি থাকছেন বার্সাতে।
কিন্তু আগামী মৌসুমে কি করবেন? বার্সাতে থাকবেন নাকি চলে যাব'েন? অনেক মানুষই মনে করছেন মেসি বার্সালোনা ছাড়বে। তবে নতুন সভাপতি যদি তাকে বুঝিয়ে রাজি করাতে পারে থাকার জন্য তাহলে তো অন্য কথা।
তবে যদি মেসি ক্লাব ছাড়ার চূড়ান্ত সি'দ্ধান্ত নিয়ে থাকেন এবং যদি সম্ভব হয় তাহলে মেসিকে কেনার চেষ্টা করবে পিএসজি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।
তিনি বলেন, “মেসির মত গ্রে'ট প্লেয়াররা সব সময় পিএসজির সংক্ষি'প্ত তালিকায় থাকে। কিন্তু এখন এসব নিয়ে কিংবা স্বপ্ন নিয়ে কথা বলার সময় নয়।
“আ মর'া এই বি'ষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষন করছি। ফুটবলে চার মাস অনেকটা সময়। বিশেষ করে এই দিনে/সময়ে এটা অনেক সময়।”