খর্ব শক্তির দল নিয়ে বাংলাদেশে আসা ওয়েস্ট ইন্ডিজ সাকিব আল হাসান, তামিম ইকবালদের মোকাবেলা করার আগে তারুণ্যের জয়গান গেয়েছিল।
কাগজে কলমের হিসাবকে পাশে রেখে খুঁজে নিতে চেয়েছিল উপভোগের মন্ত্র। তবে টাইগার ক্রিকেটারদের ৩১৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকে'টে দারুণ প্রত্ যাব'র্তনে শুরুটা উপভোগের চেয়ে বি'ষাদেই ভরা ছিল। প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে সাকিব-মুস্তাফিজ-হাসানদের তোপে গু'টিয়ে গেছে মাত্র ১২২ রানে।
শুরুতে মুস্তাফিজ, মাঝে সাকিব ও শেষদিকে অ'ভিষিক্ত হাসান মাহমুদের কাছে খাবি খেতে হয়েছে একই ম্যাচে ৬ জনকে অ'ভিষেক করানো ওয়েস্ট ইন্ডিজকে। ৫৬ রানেই ৫ উইকেট হারানো ক্যারিবিয়ানরা আশার আলো দেখেছিল কাইল মায়ের্স ও রবম্যান পাওয়েলের ব্যাটে। তবে অ'ভিষেক রাঙাতে হাসান মাহমুদ বেছে নিলেন এই জুটিকেই।
কুয়াশাচ্ছন্ন মিরপুরে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়া তামিম দায়িত্ব পাওয়ার পর এই ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন।
ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই অধিনায়কের সি'দ্ধান্ত যথার্থ প্রমাণের চেষ্টা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। নিজের দ্বিতীয় বলেই তুলে নেন সুনীল আমব্রিসকে।
৭ রান করে আমব্রিস বিদায় নেওয়া ৭ বল পরই নামে বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে ১ উইকে'টে দলীয় ১৫ রান তোলে ক্যারিবিয়ানরা।
এক ঘন্টা পর ফের খেলা শুরু হলে সফরকারীদের চেপে ধরে মুস্তাফিজ ও সাকিব। সাকিব টানা তিন উইকেট তুলে নিয়ে ৫৬ রানেই ৫ উইকে'টে পরিণত করান জেসন মো হা'ম্ম'দের দলকে।
সেখান থেকে অ'ভিষিক্ত কাইল মায়ের্সকে নিয়ে ৫৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দেন রবম্যান পাওয়েল। কিন্তু এবার বাঁধা হয়ে আসেন হাসান মাহমুদ। অ'ভিষিক্ত এই টাইগার পেসার প্রথম ওয়ানডে উইকে'টের দেখা পান নিজের পঞ্চম ওভারের প্রথম বলে রবম্যান পাওয়েলকে ফিরিয়ে। ৩১ বলে পাওয়েল ২৮ রান করে ফেরার পরের বলেই এলবিডব্লিউর ফাঁ'দে পড়েন নতুন ব্যাটসম্যান রেইমন রেফার (০)। দুজনকে ফিরিয়ে হ্যাটট্রিক সম্ভাবনা জাগান তরুন এই পেসার।
হ্যাটট্রিক মিস করলেও ম্যাচে হাসান মাহমুদ শিকার করেন আরও একটি। ব্যক্তিগত সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলা কাইল মায়ের্সকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ১২২ রানে গু'টিয়ে দেওয়ার পথে ক্যারিবিয়ানদের কফিনে শেষ পেরেকটাও ঠুকেন সাকিব আল হাসান। প্রত্ যাব'র্তনের ম্যাচে সাকিবের শিকার দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট।
৪ উইকেট নেওয়ার পথে সাকিব গড়েছেন ঘরের মাঠে ১৫০ ওয়ানডে উইকে'টের মাইলফলক। দেশের সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারি মাশরাফি বিন মর'্তুজার (২৬৯) সাথেও কমিয়েছেন ব্যবধান।
৩২.২ ওভারে অল আউট হওয়া ক্যারিবিয়ানদের পক্ষে পাওয়েল-মায়ের্স ছাড়া বলার মত স্কোর করতে পারেনি আর কেউই। অধিনায়ক জেসন মো হা'ম্ম'দ করেছেন ১৭ রান। ১২ রান এসেছে আন্দ্রে ম্যাককার্থির ব্যাট থেকে।
সংক্ষি'প্ত স্কোর (১ম ইনিংস শেষে):
ওয়েস্ট ইন্ডিজ ১২২/১০ (৩২.২), অ্যামব্রিস ৭, জশুয়া ৯, ম্যাককার্থি ১২, জেসন ১৭, মায়ের্স ৪০, বোনার ০, রবম্যান ২৮, রেইফার ০, জোসেফ ৪, আকিল ১, চেমা'র ০*; মুস্তাফিজ ৬-০-২০-২, হাসান ৬-১-২৮-৩, সাকিব ৭.২-২-৮-৪, মিরাজ ৭-১-২৯-১।