১০ মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকে'টে ফিরছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে গড়াবে খেলা। চলমান ম হা'মা'রি করো'না পরিস্থিতির কারণে থাকছে না মাঠে দর্শকদের প্রবেশাধিকার।
তাই খেলা দেখতে হলে চোখ রাখতে হবে টিভিতে। এবারের সিরিজের সম্প্রচার আকর্ষণীয় করতে স্টেডিয়ামজুড়ে বসানো হয়েছে ২৬টি ক্যামেরা। এই ২৬টি ক্যামেরাগু'লো বসিয়েছে সম্প্রচারের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান বেনটেক লিমিটেড। থাকবে ডিআরএস ও স্পাইডার ক্যাম। অনলাইন এ লাইভ দেখতে পারবেন এই লিংকে
এ প্রস'ঙ্গে গণমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আ মর'া বেনটেক লিমিটেডকে ধন্যবাদ জানাই। আশা করি ভবি'ষ্যতেও তারা আমা'দের পাশে থাকবে। আ মর'া ২৬টা ক্যামেরা নিয়ে শুরু করার পরিকল্পনা করছি। এখানে ডিআরএস থাকবে, স্পাইডার ক্যামও থাকবে। তবে স্পাইডার ক্যামের ক্ষেত্রে আসলে ড্রোনের প্রয়োজন। তাই ড্রোন ব্যবহারের জন্য আগে থেকে অনুমতি নিতে হবে। আ মর'া সেটার চেষ্টা করছি।