1. bappy.ador@yahoo.com : admin :
  2. hostctg@gmail.com : Sports Editor : Sports Editor
  3. Onlynayeemkhanbd@gmail.com : Admin admin : Admin admin
  4. afnafrahel@gmail.com : afnafrahel@gmail.com Sports : afnafrahel@gmail.com Sports
শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৮:০২ পূর্বাহ্ন

ভিডিয়ো: ভারত পেয়ে গেল জসপ্রীত বুমরাহের চেয়েও বিপদজনক ইয়র্কার স্পেশালিস্ট বোলার

  • সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৮৮ পঠিত

ভারতীয় দলে বর্তমান সময়ে জসপ্রীত বু মর'াহ একজন মুখ্য বোলার এবং তাকে ইয়র্কারের রাজা বলা হয়। যদিও ভারত তার চেয়েও খতরনাক আরও একজন বোলার পেতে চলছে। ২০১৮য় তামিলনাড়ু প্রিমিয়ার (টিএনপিএল) লীগের তৃতীয় মর'শুমে একজন তরুণ বোলারকে দুর্দান্ত বোলিং করতে দেখা গিয়েছে।

বু মর'াহকে চ্যালেঞ্জ দেওয়া এই নতুন ইয়র্কার কিং কে?
ভিডিয়ো: ভারত পেয়ে গেল জসপ্রীত বু মর'াহের চেয়েও বিপদজনক ইয়র্কার স্পেশালিস্ট বোলার 1

এখন প্রত্যেকের মুখেই এই প্রশ্ন উঠছে জসপ্রীত বু মর'াহকে ইয়র্কারের ব্যাপারে টক্কর দেওয়া এই বোলার কে? তাহলে জানিয়ে দেওয়া ভাল তিনি আর কেউ নন অথিসায়রাজ ডেভিডসন। তিনি প্রথমবার তামিলনাড়ু প্রিমিয়ার লীগে খেলছেন, আর তিনি টুটি প্যাট্রিয়টস

দলে সুযোগ পেয়েছেন। এছাড়াও তার অ্যাকশন শ্রীলঙ্কার কিংবদন্তী জোরে বোলার লাসিথ মালি'ঙ্গার স'ঙ্গে মেলে।
ভিডিয়ো: ভারত পেয়ে গেল জসপ্রীত বু মর'াহের চেয়েও বিপদজনক ইয়র্কার স্পেশালিস্ট বোলার 2
গত অনুষ্ঠিত হওয়া হওয়া টুটি প্যাট্রিয়টস এবং চিপক

সুপার গিল্লিস দলের মধ্যে ম্যাচে তিনি দুর্দান্ত বল করে দু উইকেট ইয়র্কার বল করে নিয়েছেন। এবং তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে চলেছে। এই ম্যাচে চিপক প্রথমে ব্যাট করে ১৬৭ রান করেছিল। এর জবাবে ব্যাট করতে নেমে প্যাট্রিয়টস দল ৭ উইকে'টে জয় হাসিল করে নেয়। এবং এতে আথিসায়রাজ ডেভিডসনেরও যোগদান রয়েছে।

এখানে দেখে নিন আথিসায়রাজ ডেভিডসনের ভয়'ঙ্কর বোলিং

খবরটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্পোর্টস গসিপ.কম
Theme Customized By Sports Gossip
error: Content is protected !!