ভারতের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে অশ্বিন অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, পরাজয়ের শঙ্কা এড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে সোমবার ড্র করে ভারত। এরপরই অশ্বিনের স্ত্রী টুইটারে লেখেন- মানুষটা গত রাতে প্রচণ্ড কো মর'ের ব্যথা নিয়ে ঘু'মাতে গিয়েছিল।
সকালে ঘু'ম থেকে ওঠার পর ব্যথার জন্য সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। এমনকি জুতার ফিতা বাঁধার জন্যও ঝুঁকতে পারছিল না। তারপরও মাঠে যে লড়াইটা করল তা অবিশ্বা'স্য।
স্ত্রীর এমন টুইটের পর অশ্বিন লেখেন- তোমা'র টুইট পড়ে সত্যিই কেঁদে ফেললাম। যে কোনো পরিস্থিতিতে আমা'র পাশে থাকার জন্য ধন্যবাদ।